হ্যালো ফাজিলস,
জানি কেউ ভালো নাই, রোজা রমজান মাস, অনেক কিছু মন চাইলেও করতে পারতেছেন না, আবার অন্যদিকে ঈদের মার্কেটিং এর ব্যাপার টা মজার হলেও প্যারাদায়ক। তো ঈদ রিলেটেড যা কিছু হচ্ছে আপনার সাথে, হতে পারে মজার , পেয়ে অনেক বেশী মজা পাইছেন, এতটাই যে ফাজলামী ডট কমে ঢুকতে মনে ছিলোনা দুদিন, আবার হতে পারে মন খারাপের, এতটাই যা সামলানো আমাদের পক্ষে সম্ভব ছিলো না। তো লিখে ফেলুন, ঈদ, ঈদ শপিং, আর এ নিয়ে আপনার যত অভিজ্ঞতা গুছিয়ে বাংলায় লিখে ফেলুন।
বিশ্বকে দেখিয়ে দিতে আমরা আছি। কি, মনে হচ্ছে একান্ত থাক কিছু ব্যাপার ? থাকুক না, নিজেকে প্রকাশ না করেই আপনি চাইলেই আপনার যা কিছু, শেয়ার করতে পারেন আমাদের সবার সাথে।
মেইল করুন [email protected] এ, বাকিটার দায়ভার আমাদের উপর ই ছেরে দিন।